"ইউক্রেন ইস্যুতে বৈঠক চায় নিরাপত্তা পরিষদ "

ইউক্রেনে মানবিক পরিস্থিতি নিয়ে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার জরুরি বৈঠকের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছে সদস্যদেশগুলো। কূটনৈতিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, আলবেনিয়া, নরওয়ে ও আয়ারল্যান্ড এ অনুরোধ জানিয়েছে। খবর এএফপির।টুইটে ব্রিটিশ কূটনৈতিক মিশন জাতিসংঘকে বলেছে, রাশিয়া যুদ্ধাপরাধ করছে। বেসামরিক নাগরিকদের তাঁরা হামলার লক্ষ্যবস্তু করেছে। ওই টুইটে ব্রিটিশ কূটনৈতিক মিশন আরও বলেছে, ‘ইউক্রেনে রাশিয়ার অবৈধ যুদ্ধ আমাদের সবার জন্য হুমকি।’

"ইউক্রেন ইস্যুতে বৈঠক চায় নিরাপত্তা পরিষদ "
"ইউক্রেন ইস্যুতে বৈঠক চায় নিরাপত্তা পরিষদ "
এর আগের দিন রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোট পিছিয়ে দিতে আবার আহ্বান জানিয়েছে। ইউক্রেনে মানবিক পরিস্থিতি নিয়ে খসড়া প্রস্তাবের ওপর ওই ভোট হওয়ার কথা।
 
বিজ্ঞাপনপ্রথমে স্থানীয় সময় গতকাল বুধবার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে সেটি পিছিয়ে আজ বিকেলে করা হয়। ধারণা করা হচ্ছে, কাল শুক্রবার সকালে ভোটাভুটি হতে পারে।
 
কূটনৈতিক সূত্র বলছে, জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কথা বলার অনুমতি দেওয়া নিয়ে আলোচনা চলছে।
 
ফ্রান্স ও মেক্সিকো ইউক্রেনে সহিংসতা নিরসনের আহ্বান জানিয়ে খসড়া প্রস্তাব প্রণয়ন করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সেটি উপস্থাপন করা হতে পারে। তবে নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি রাশিয়া এতে ভেটো দিতে পারে। চলতি মাস পর্যন্ত পরিষদে সভাপতির দায়িত্ব পালন করবে রাশিয়া।
 
ইউক্রেনে রাশিয়ার হামলার পরদিন গত ২৫ ফেব্রুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদেশের মধ্যে ১১ দেশ হামলার নিন্দা জানিয়ে ভোট দেয়। তবে রাশিয়া এতে ভেটো দেয়। ২ মার্চ সাধারণ পরিষদ রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রস্তাবের পক্ষে ১৪১টি ভোট পড়েছে। বিপক্ষে পড়েছে পাঁচ ভোট। অনুপস্থিত থেকেছে ৩৫ দেশ।
 
গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলে অভিহিত করেন। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) ইউক্রেনে সামরিক অভিযান প্রত্যাহার করতে রাশিয়াকে নির্দেশ দিয়েছেন।